কল্যাণের প্রতি আহ্বান, সুকৃতির প্রসার ও দুষ্কৃতির অপনোদন

৪০ বছর ধরে দেশের ছাত্র-যুব সমাজের মধ্যে সামাজিক উন্নয়ন, মূল্যবোধের প্রবর্তন, শিক্ষায় অগ্রগতি ও ভ্রাতৃত্বের দৃঢ় চেতনা সৃষ্টি করে চলেছে সংগঠন

education movement siowb

আগামী ইভেন্টগুলী

এখনকার আপডেট

এসআইও ছাত্রদের অন্তর্নিহিত প্রতিভার বিকাশে এমন যত্নশীল হতে চায় যাতে সমাজ তাদের শিক্ষা ও প্রতিভা থেকে উপকৃত হতে পারে।

২২ অক্টোবর থেকে ৫ নভেম্বর দুই পক্ষকাল ব্যাপী এসআইও পশ্চিমবঙ্গ শাখা, “তোমরা সত্যের উপরে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও” এই শিরোনামে একটি ক্যাম্পেইন পরিচালনা করছে। যার অংশ হিসাবে এস আই ও দক্ষিণ ২৪ পরগনা জেলা গতকাল বারুইপুর অমৃতলাল কলেজ মাঠে এক বিশাল পদযাত্রা ও প্রকাশ্য ছাত্র সমাবেশের ডাক দিয়েছিল। যার শিরোনাম ছিল “চাই ইনসাফ পূর্ণ সমাজ ও নৈতিকতা সমৃদ্ধ ক্যাম্পাস”। এই সমাবেশের প্রধান বক্তা হিসাবে পদযাত্রায় পা মেলান এসআইও -র সর্বভারতীয় সভাপতি রামিস ইকে। তিনি সমাবেশে ছাত্র-বন্ধুদের উদ্দেশ্যে বলেন “ন্যায় ও ইনসাফের জন্য কথা বলতে হলে শুধু নিজের ঘরে, আরাম আয়েশের সাথে বসে বসে বললে হবে না, ন্যায়ের জন্য আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, পরিশ্রম করতে হবে। আমি মনে করি এসআইও এমন এক সংগঠন যারা ন্যায়ের জন্য লড়াই করে এবং নিজেরাও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে।”

এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সাইদ বি এস আল মামুন বলেন “আমাদের যুব সমাজের সামনে পর্ণগ্রাফি সহ হাজারো অশ্লীলতা ভিডিও আম করে দিয়ে আমাদের মেধা শক্তিকে ভিন্ন পথে পরিচালিত করা হচ্ছে। সুকৌশলে তাদেরকে ন্যায় ও ইনসাফ এর কথা বলা থেকে, সত্য প্রতিষ্ঠা থেকে বিরত রাখা হচ্ছে”। উপস্থিত ছিলেন বিশিষ্ঠ চিন্তাবিদ, শিশু সাহিত্যিক ও জামাআতে ইসলামী হিন্দের প্রাক্তন রাজ্য সভাপতি নুরুদ্দিন শাহ, তিনি বলেন “আমাদের দেশে, রাজ্যে তথা গোটা দুনিয়া আমরা চরম নৈরাজ্য লক্ষ্য করছি। কলেজ ক্যাম্পাসে হত্যার প্রতিযোগিতা চলছে। আমাদের ছেলেরা কিছুই চায়না, চায় শুধু শান্তির পরিবেশ, একটা নিরাপদ শিক্ষা ক্ষেত্র”। এছাড়াও উপস্থিত ছিলেন এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক আব্দুল ওয়াকিল, রাজ্য বিভাগীয় সম্পাদক এহসানুর রহমান ও গাজী তাওফিক ইসলাম, জামাআতে ইসলামী হিন্দ দক্ষিণ ২৪পরগনা জেলার নাজিম সানোয়ার আলী পৈলান, এসআইও দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি উমর ফারুক মোল্লা, জেলা সম্পাদক খুররম মুরাদ প্রমুখ।

 

মিডিয়াতে এসআইও

প্রেস রিলিজ

এসআইও আজ ভারতবর্ষে জাতি, ধর্ম, বর্ণ ও আঞ্চলিকতা নির্বিশেষে লক্ষ লক্ষ ছাত্রের হৃদয় স্পন্দন। যারা আসমুদ্র হিমাচল দেশের আনাচে কানাচে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে সেবামূলক কাজের মধ্যে দিয়ে নিজেদের কাজকে সম্প্রসারিত করে চলছে।

ইতিহাসে এসআইও

সৃষ্টিকর্তার অশেষ রহমতে এসআইও চার দশক ধরে তাঁর যাত্রা পথের মধ্যে দিয়ে সামাজিক পট পরিবর্তনে অবদান রেখে চলেছে। বিশ্বজাহানের মালিক চাইলে সংগঠনের এই ধারাবাহিক কর্মধারা আরও এগিয়ে যাবে।

0 +
জেলা পর্যন্ত পৌঁছেছে
0 +
বিশ্ববিদ্যালয়ে সংগঠন কাজ করছে
0 +
লাইব্রেরি স্থাপিত হয়েছে
0 +
মুখ্য প্রচারাভিযান চালানো হয়েছে

সোশ্যাল মিডিয়া

সাম্প্রতিক ভিডিও সমূহ

আপডেট পেতে সংগঠনের সোশ্যাল চ্যানেলগুলি ফলো করুন

লাইক করুন

ফলো করুন

ফলো করুন

সাব্‌স্ক্রাইব করুন

চ্যানেলে যুক্ত হোন